নিজের মৃত্যুর জন্য কি দোয়া করা যাবে?

ইসলামিক শিক্ষা November 17, 2017 3,494
নিজের মৃত্যুর জন্য কি দোয়া করা যাবে?

প্রশ্ন : মৃত্যুর পদ্ধতির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে কি? যেমন : আমি কোনো রোগে ভুগতে চাই না, আল্লাহ আমাকে একবারে মৃত্যু দিয়ে দেবেন, আমি কারো গলগ্রহ হতে চাই না, কারো বোঝা হতে চাই না। আল্লাহ যখন আমার হায়াত শেষ হবে, আমাকে হায়াতে তৈয়্যবা দান করবেন এবং তখনই আমাকে মৃত্যু দান করবেন, যাতে করে অন্য কেউ আমার জন্য কষ্ট না পায়।


উত্তর : হ্যাঁ, হুসনুল খাতেমার জন্য দোয়া করা জায়েজ। কিন্তু মৃত্যু কামনা করা জায়েজ নেই। এই দুটি আলাদা মাস’আলা।


একটি হচ্ছে, সুন্দরভাবে আপনার মৃত্যুটি হোক, ভালো মৃত্যু হোক এবং উত্তমভাবে যেন আপনার মৃত্যু হয়, এ জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এটি জায়েজ রয়েছে।


কিন্তু মৃত্যু কামনা করা যাবে না। দুটার মধ্যে পার্থক্য রয়েছে, দুটি ভিন্ন বক্তব্য।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''