গর্ভপাত করানো কি নাজায়েজ?

ইসলামিক শিক্ষা November 16, 2017 2,604
গর্ভপাত করানো কি নাজায়েজ?

প্রশ্ন : অ্যাবোরশন (গর্ভপাত) করলে কেমন ধরনের পাপ হয়?


উত্তর : বাচ্চা পেটে আসার পর কেউ যদি ইচ্ছাকৃতভাবে অ্যাবোরশন করেন, তাহলে তাঁর এই কাজটি কবিরা গুনাহ।


সুতরাং যতক্ষণ পর্যন্ত তিনি মন থেকে তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা পাবেন না। তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। এই কাজটি হারাম এবং কবিরা গুনাহ।


কখনো জীবন সংকট দেখা দিলে, চিকিৎসক বললে, সেটি ওজরের বিষয় এবং সে ক্ষেত্রে সেটি ওজরের মাস’আলা হবে। এ ক্ষেত্রে তার মাস’আলাও ভিন্ন হবে।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''