জাবরার অভিজাত ব্লুটুথ হেডসেট

গ্যাজেট রিভিউ November 16, 2017 2,223
জাবরার অভিজাত ব্লুটুথ হেডসেট

কেবল অভিজাত নকশাই নয়, দীর্ঘস্থায়ী ও স্বাচ্ছন্দ্যময় একটি ব্লুটুথ হেডসেট দেশের বাজারে পরিবেশন করেছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান টেক রিপাবলিক লিমিটেড। জাবরা ব্র্যান্ডের স্টিলথ ইউসি মনো হেডসেটটির রিং এমন ভাবে কানের সঙ্গে জুড়ে থাকে যেন বাইরের কোনো শব্দ বিরক্তির সৃষ্টি না করে, আবার কানেও বোঝা মনে না হয়।


স্মার্টফোনের পাশাপাশি পিসির সঙ্গেও ব্যবহার করতে হেডসেটটির সঙ্গে রয়েছে আলাদা ডঙ্গেল। এর মাধ্যমে ৩০ মিটারের মধ্যে নিখুঁত শব্দ শোনা যায়।


এক চার্জে টানা ৬ ঘণ্টা পর্যন্ত কথা বলা ও শোনা যায়। আবার চলতি পথে গাড়িতে বসেও যেন চার্জ দেয়া যায় সেজন্য প্যাকেটে দেয়া হয়েছে কার চার্জার।


দুই বছর বিক্রয়োত্তর সেবা দিয়ে হেডসেটটির মূল্য ১১ হাজার টাকা।