শাওমির ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ November 16, 2017 1,881
শাওমির ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি সেলফি কেন্দ্রীক একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে। ফোনটির মডেল শাওমি রেডমি ইয়াই ওয়ান। ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


ভারতের বাজারে দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে আছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। অন্যটিতে আছে ৪ জিবি রম এবং ৬৪ জিবি রম। ফোন দুইটির দাম যথাক্রমে ৮ হাজার ৯৯৯ রুপি এবং ১০ হাজার ৯৯৯ রুপি।


ডুয়েল সিমের এই ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। সঙ্গে থাকছে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস।


শাওমির নতুন ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০*১২৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।


ফোনটি পরিচালনার জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।


ছবির জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে দুইটি রঙে পাওয়া যাবে।