জুতা পায়ে নিয়ে নামাজ হবে কি?

ইসলামিক শিক্ষা November 15, 2017 1,165
জুতা পায়ে নিয়ে নামাজ হবে কি?

প্রশ্ন : জুতা পায়ে দিয়ে নামাজ হবে কি?


উত্তর : জি, জুতা পরে নামাজ আদায় করা জায়েজ। রাসুল (সা.) তাঁর স্যান্ডেল পরে নামাজ আদায় করেছেন, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।


আমাদের সমাজব্যবস্থায় আমরা যে জুতা পরে সারা পথ হাঁটি, এতে ময়লা লাগে, এই জুতা পরে কিন্তু নামাজ হবে না। এই জুতা অবশ্যই পাক-পবিত্র থাকতে হবে। ময়লা, অপবিত্র এবং এর মধ্যে নাপাকি থাকলে অবশ্যই এই জুতা পরে নামাজ হবে না। সেটি আরেক মাস’আলা।


স্বাভাবিকভাবেই জুতার মধ্যে যদি নাপাকি থাকে, তাহলে অবশ্যই তা দূর করে নামাজ আদায় করতে হবে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন