পৃথিবীর কাছাকাছি সেই রহস্যময় গ্রহ, সূর্যের গায়ে বিশাল গর্ত

বিজ্ঞান জগৎ November 14, 2017 2,651
পৃথিবীর কাছাকাছি সেই রহস্যময় গ্রহ, সূর্যের গায়ে বিশাল গর্ত

পৃথিবী কাছাকাছি বিচরণ করছে 'নিবিরু' নামক রহস্য গ্রহটি। আর এর ফলে ক্রমেই আশঙ্কা বাড়ছে।


বিজ্ঞানীদের দাবি নিবিরুর প্রভাবে সূর্যে বিশাল গর্ত তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এটাই সম্ভবত নিবিরুর আছড়ে পড়ার প্রথম লক্ষণ।


বিজ্ঞানীদের একাংশের দাবি, পৃথিবীর দিকে নিবিরু ধেয়ে আসছে ঘণ্টায় ২০ লক্ষ মাইল বেগে।


মার্কিন মহাকাশ আবহাওয়া কেন্দ্র বলছে, সূর্যে যে মারাত্মক ঝড় শুরু হয়েছে, তা কয়েক দিন চলবে। তৈরি হয়েছে একটা বিশাল গর্ত। সূর্যের চৌম্বক ক্ষেত্রগুলি যখন খুলে যায়, তখন গরম প্লাজমা ওই ফাঁকা জায়গাগুলির দিকে ধেয়ে যায়, তখনই সৌরঝড়ের সৃষ্টি হয়। প্রচণ্ড সৌরঝড় হলে তার প্রভাব পড়ে পৃথিবীতেও। সেই এয়ার পার্টিকল আসে পৃথিবীতেও। সৌরঝড়ের প্রভাব পড়তে পারে বৈদ্যুতিন সরঞ্জাম, গ্রিডে।


নষ্ট করে দিতে পারে স্যাটেলাইট ও রেডিয়ো ইক্যুইপমেন্ট।

নিবিরু বা প্ল্যানেট X-এর বিশ্বাসীদের দাবি, প্রচণ্ড সৌরঝড় নিবিরুর কাছাকাছি চলে আসারই ইঙ্গিত। তাঁরা আরও বলছেন, নিবিরু পৃথিবীর কাছাকাছি এলে প্রবল ভূমিকম্প শুরু হবে। জেগে উঠবে সব আগ্নেয়গিরি।