সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে?

ইসলামিক শিক্ষা November 14, 2017 2,544
সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে?

প্রশ্ন : সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে?


উত্তর : সুন্নত নামাজ যদি কেউ আদায় না করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। তবে তিনি বড় ধরনের ফজিলত থেকে মাহরুম হবেন। কারণ, প্রতিটি সুন্নত নামাজের ব্যাপারে রাসুলের (সা.) ফজিলতের বিষয়টি যুক্ত আছে এবং ফজিলতের হাদিসগুলো আছে। তাই তিনি ফজিলত থেকে মাহরুম হবেন, কিন্তু তিনি গুনাহগার হবেন না।


কারণ এগুলো রাসুল (সা.) একে অতিরিক্ত বা নফল নামাজ হিসেবে আখ্যায়িত করেছেন। যেগুলোর ওপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোই শুধু ফরজ। সেগুলো আদায় করতে হবে। অন্যগুলো যদি কোনো কারণে কেউ তরক করেন বা না পড়েন, এতে গুনাহগার হবেন না। -এনটিভি অনলাইন