

পদ্ধতি- এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট ভিজিয়ে রাখুন তারপর ভালো করে ধুয়ে নিন। খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত।
এ পদ্ধতিটির বিষয়ে মাইন্ডস.কম সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছে, ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়া ৯৮শতাংশ দূর করতে পারে।
আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে এখুনি খোঁজ করুন ঘরে ভিনেগার আছে কি না? না থাকলে আজই কিনে নিয়ে আসুন। আর নিশ্চিন্ত থাকুন, সুস্থ থাকুন।"








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment