

নিরব : শোন ইমন, আগামী রোববার আমার জন্মদিন। সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসিস।
ইমন : অবশ্যই আসবো। কিন্তু তোর বাসার ঠিকানা তো জানি না।
নিরব : শোন, মালিবাগ মোড় থেকে ডানদিকে এসে বামদিকের প্রথম গলিতে ঢুকে সোজা এগিয়ে ডানপাশের সরু গলিটার শেষ মাথায় আমাদের বাড়ি। বাড়ির তিন তলায় উঠে ডানপাশের দরজায় কনুই দিয়ে কলবেল বাজাবি, ব্যস্, আমি দরজা খুলে দেব।
ইমন : কনুই দিয়ে বেল বাজাতে হবে কেন? হাত দিয়ে বাজালে কী হয়?
নিরব : ওমা! তোর হাতে উপহারের বাক্স থাকবে না! হাত দিয়ে বেল বাজাবি কী করে?








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment