৫০০০ এমএএইচ ব্যাটারির প্যানাসনিক এলুগা এ৪ উন্মুক্ত

মোবাইল ফোন রিভিউ November 7, 2017 1,197
৫০০০ এমএএইচ ব্যাটারির প্যানাসনিক এলুগা এ৪ উন্মুক্ত

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান প্যানাসনিক বিশাল ব্যাটারির এলুগা এ৪ উন্মুক্ত করেছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্যে ১২ হাজার ৪৯০ রুপি। এলুগা এ৪ এর বিশাল ব্যটারির কারণে এটি শাওমি রেডমি নোট৪ এবং লেনোভো কে৮ প্লাসের সাথে প্রতিদ্বন্ধিতা করবে। কারণ এই দুটি ডিভাইসেই রয়েছে ৪ হাজার এমএএইচ ব্যাটারি।


৫.২ ইঞ্চি এইচডি রেজোলিউশন ডিসপ্লের এলুগা এ৪ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর। অন্যান্য স্পেসিফিকেশনে আছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে সংযোগের জন্য আছে ৪জি ভিওএলটিই সাথে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং চার্জিংয়ের জন্য মাইক্রো এসবি পোর্ট।


ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেপ্টেম্বরে প্যানাসনিক তাদের স্মার্টফোন লাইন প্রসারিত করতে পি৯৯, এলুগা আই৪, এলুগা রে ৭০০, রে ৫০০ এবং পি৯ মডেলের ফোন উন্মুক্ত করে।


সূত্র: গ্যাজেট ৩৬০