নারকেলের দুধ: দূর হবে খুশকি

রূপচর্চা/বিউটি-টিপস November 6, 2017 816
নারকেলের দুধ: দূর হবে খুশকি

চুলের যত্নে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি খুশকি দূর করার পাশাপাশি চুল করে নরম ও ঝলমলে। চুলের দ্রুত বৃদ্ধিতেও নারকেলের দুধ কার্যকর। জেনে নিন চুলের যত্নে এটি কীভাবে ব্যবহার করবেন।


চুলের বৃদ্ধি বাড়ায়

নারকেলের দুধে থাকা পুষ্টিগুণ চুলের বৃদ্ধি দ্রুত করে। গোসলের আগে নারকেলের দুধ চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ১০ মিনিট। পানি দিয়ে ধুয়ে মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহার করলে চুল বাড়বে দ্রুত।


প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে

চুলের যত্নে নারকেলের দুধ অতুলনীয়। শ্যাম্পু করার পর আধা চা চামচ নারকেলের দুধ মাথার তালুতে ছিটিয়ে দিন। ৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল ঝলমলে করবে।


অকালে চুল পাকা রোধ করে

অকালে চুল পাকা রোধ করতে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। ১ চা চামচ নারকেলের দুধের সঙ্গে লেবুর রস ও নারকেলের তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।


চুল পরিষ্কার রাখে

চুলের গোড়ায় জমে থাকা ময়লা ও দূষিত পদার্থ দূর করতে পারে নারকেলের দুধ। ১ চা চামচ নারকেলের দুধের সঙ্গে ১ চা চামচ ওটমিল মিশিয়ে মাথার তালুতে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।


চুল ঝলমলে করে

১ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। চুল হবে ঝলমলে ও উজ্জ্বল।


খুশকি দূর করে

নারকেলের দুধে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করে চুল খুশকিমুক্ত রাখে। ১ চা চামচ অ্যালোভেরার জেল ও নারকেলের দুধ মিশিয়ে মাথার তালুতে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন চুল। খুশকি দূর হয়ে নরম ও কোমল হবে চুল।


চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে

অপুষ্টির কারণে চুল ভেঙে ও ফেটে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। ১ চা চামচ নারকেলের দুধের সঙ্গে ২ চা চামচ আমলকীর তেল মিশিয়ে ঘষে ঘষে লাগান চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।


চুলের রুক্ষতা দূর করে

চুল রুক্ষ ও শুষ্ক হয়ে হারিয়ে ফেলেছে স্বাভাবিক সৌন্দর্য? ১টি ডিমের সাদা সঙ্গের সঙ্গে ১ চা চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন কেমন ঝলমলে হয়ে গেছে চুল!