সুরভিত চুল পাবেন যেভাবে

রূপচর্চা/বিউটি-টিপস November 5, 2017 884
সুরভিত চুল পাবেন যেভাবে

ডিম, পেঁয়াজসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানের হেয়ার প্যাক ব্যবহারের ফলে চুলে দুর্গন্ধ হতে পারে। এছাড়া ঘেমেও চুল হয়ে পড়ে রুক্ষ ও দুর্গন্ধযুক্ত। চুল সুরভিত করতে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। লেবুর রসের সাহায্যে চুল সুরভিত করতে পারেন। এমনকি বডি স্প্রেও ব্যবহার করতে পারেন চুলে মিষ্টি সৌরভ নিয়ে আসার জন্য। জেনে নিন কীভাবে পাবেন সুরভিত চুল।


- বডি স্প্রে ব্যবহার করতে পারেন চুল সুগন্ধি করার জন্য। হেয়ার ব্রাশে স্প্রে করুন বডি স্প্রে। তারপর চুল আঁচড়ে নিন। দিনভর সুরভিত থাকবে চুল।


- চুলে লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এবার লেবুর রসমিশ্রিত পানি দিয়ে চুল ধুয়ে নিন। দূর হবে চুলের দুর্গন্ধ।


- হেয়ার পারফিউম পাওয়া যায় বাজারে। এটি ব্যবহার করতে পারেন চুল সুরভিত করার জন্য।


- আধা কাপ গোলাপজলের সঙ্গে কয়েক ফোঁটা সুগন্ধিযুক্ত এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। দ্রবণটি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করুন। চুল হবে উজ্জ্বল ও সুরভিত।