অপোর ফোনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ October 29, 2017 838
অপোর ফোনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

অবশেষে বাজারে এলো অপোর সেলফি এক্সপার্ট ফোন। এফ সিরিজের এই ফোনটির মডেল ফোনটির মডেল অপো এফ ফাইভ। অপো এই ফোনটিকে সেলফি এক্সপার্ট ফোন বলছে। কেননা, এতে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি চীনও ফিলিপাইনের বাজারে অবমুক্ত করা হয়েছে।


স্মার্টফোনটি ফুল স্ক্রিন ডিজাইনে তৈরি। এর অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। অবশ্য এটাই এখনকার ট্রেন্ড। এছাড়াও রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং সেলফি বেসড ফোন হওয়ার কারণে থাকছে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।


এছাড়াও এর ৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে দেবে ভালো ভিউং এক্সপেরিয়েন্স। রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেলের, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে ১২ আর ১৬ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। থাকছে বুকে এফেক্ট সহ আরও অনেক কিছু।


ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ৪ ও ৬ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাচ্ছে। এতে ৬৪ জিবির মেমোরি রয়েছে। ফিলিপাইনের মুদ্রায় অপো এফ ৫ এর মূল্য ১৫ হাজার ৯৯০ পেসো।