

বিবাহবার্ষিকীর দিন সকাল বেলা স্ত্রী নাস্তার টেবিলে স্বামীকে বলল-
স্ত্রী : আমি স্বপ্ন দেখেছি যে, তুমি আজকে আমাকে হীরার আংটি উপহার দিয়েছো। এর মানে কী গো?
স্বামী : ঠিক আছে, রাতে বলব।
রাতে স্বামী অফিস থেকে ফিরলো ছোট্ট একটি রেপিং পেপারে মোড়ানো প্যাকেট হাতে, উপরে কার্ডে লেখা, ‘ভালোবাসার দিনে আমার উপহার’। স্ত্রী ছো মেরে স্বামীর হাত থেকে প্যাকেটটি নিয়ে আলমারিতে রেখে দিলো।
সকালে স্বামী অফিসে চলে গেলে প্রিয় বান্ধবীকে ডেকে এনে প্যাকেটটি কিভাবে চালাকী করে স্বামীর কাছ থেকে আদায় করেছে, এই গল্প করতে করতে প্যাকেটটি খুলে ফেলল।
প্যাকেটের ভেতরে চোখ যেতেই স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলল। বান্ধবী প্যাকেটের ভিতর উঁকি মেরে দেখলো একটি বই, বইয়ের নাম- আসল খোয়াবনামা!








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment