ব্লু হোয়েল গেমস : বাংলাদেশ ভার্সন

মজার সবকিছু October 29, 2017 1,875
ব্লু হোয়েল গেমস : বাংলাদেশ ভার্সন

বর্তমানে বহুল আলোচিত ব্লু হোয়েল গেমটি বাংলাদেশি গেম হলে কেমন হতো, তা এবার দেখে নেওয়া যাক—


গেমের রেজিস্ট্রেশন পদ্ধতি যেমন হতো :জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ডের ফটোকপি, দুইকপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দিয়ে দেশের যেকোনো সরকারি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হতো।


যারা গেম খেলার জন্য মনোনয়ন পেত :সকল তথ্য যাচাইবাছাইয়ের পর প্রায় একমাস পরে কারা কারা এই গেম খেলতে পারবে, তার ফলাফল প্রকাশ করত BWGCB (Blue Whale Game Commission of Bangladesh)। ফলাফল প্রকাশের পর যারা এই গেম খেলার জন্য মনোনয়ন পেত না, তারা সড়ক অবরোধ করে আন্দোলন করত।


যেভাবে গেমটি খেলা হতো :নির্দিষ্ট কিছু মডেলের ল্যাপটপেই এই গেম খেলা যেত। নেটের স্পিড স্লো থাকার কারণে বেশিরভাগ গেম খেলোয়াড় রাগ করে এই গেম খেলত না।


▶গেমের লেভেল যেমন হতো


প্রথম লেভেল :ঢাকার ট্রাফিকজ্যামসহ সকল বাধা পেরিয়ে ১০ মিনিটের মধ্যে মিরপুর ১০ থেকে গুলিস্তানে যেতে হবে।


দ্বিতীয় লেভেল :ঢাকা ও চট্টগ্রামের বন্যা কবলিত রাস্তায় বিনা দুর্ঘটনায় এবং প্যান্টে কাদা না লাগিয়ে গাড়ি ছাড়া চলাচল করতে হবে।


তৃতীয় লেভেল :এই তৃতীয় লেভেল আর থাকত না। কারণ আগের দুটি লেভেলেই সবাই পরাজিত হয়ে যেত।


তথ্যসূত্রঃ ঠাট্টা, ইত্তেফাক