কিবোর্ড বাদ দিয়ে উন্মুক্ত হলো নতুন ব্ল্যাকবেরি মোশন

মোবাইল ফোন রিভিউ October 27, 2017 1,038
কিবোর্ড বাদ দিয়ে উন্মুক্ত হলো নতুন ব্ল্যাকবেরি মোশন

সম্প্রতি ইভান ব্লাসের ফাঁস করা ব্ল্যাকবেরির ফোনটি বাস্তবে রূপ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জিটেক্স টেকনোলজি সপ্তাহে টিসিএল আনুষ্ঠানিকভাবে ব্ল্যাকবেরি মোশন স্মার্টফোন উন্মুক্ত করে। বরাবরের মতো এই ফোনে নেই কোনো কিবোর্ড অর্থাৎ পুরোটাই টাচস্ক্রিন এবং রয়েছে বিশাল ব্যাটারি।


৫.৫ ইঞ্চি ডিসপ্লে’র এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬২৫ এসওসি প্রসেসর। এছাড়া ৪ জিবি র‍্যামের এই ফোনে রয়েছে ৩২ জিবি স্টোরেজ এবং ৪ হাজার এমএএইচ ব্যাটারি। প্রতিষ্ঠানের দাবি, এক চার্জেই ফোনটি সারাদিন ভালোমতো চালানো যাবে। আর ফোনের বিশেষ ফিচার হিসেবে আছে পানিরোধি বৈশিষ্ট্য।


এই ফোনে ছবি তোলার জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এবং সামনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি এর আগের কিওয়ান ফোনের মতো কাস্টমাইজ অ্যান্ড্রয়েড ৭.১ অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি মধ্যপ্রাচ্যের বাজারে প্রথমে পাওয়া যাবে। আর ফোনটির দাম প্রায় ৪৬০ মার্কিন ডলার।