কেবল রেজিস্টার খাতায় স্বাক্ষর করার মাধ্যমে কি বিবাহ সংগঠিত হয়ে যাবে?

ইসলামিক শিক্ষা October 27, 2017 3,100
কেবল রেজিস্টার খাতায় স্বাক্ষর করার মাধ্যমে কি বিবাহ সংগঠিত হয়ে যাবে?

প্রশ্ন : কেবল রেজিস্টার খাতায় স্বাক্ষর করার মাধ্যমে কি বিবাহ সংগঠিত হয়ে যাবে?


উত্তর : না, কেবল রেজিস্টার খাতায় স্বাক্ষর করার মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না। বরং, বর ও কনের অথবা তাদের বানানো প্রতিনিধির ‘ইজাব-কবুল’ কমপক্ষে দু’জন পুরুষ অথবা একজন পুরুষ ও দু’জন মহিলা সাক্ষীর শ্রবণ করা বিবাহ সংগঠিত হওয়ার জন্য আবশ্যক।


[ফাতহুল কাদির [যাকারিয়া], খণ্ড : ৩, পৃষ্ঠা : ৩০৫; ফাতাওয়ায়ে হিন্দিয়া, খণ্ড : ২, পৃষ্ঠা ৩০৫] হ


সূত্রঃ দৈনিক যুগান্তর