নীল তিমি নিয়ে মুখ খুলল ইলিশ

মজার সবকিছু October 23, 20171,603
নীল তিমি নিয়ে মুখ খুলল ইলিশ

প্রজনন মৌসুম হওয়ায় বর্তমানে ইলিশ ধরা নিষিদ্ধ। এই ‘নিষিদ্ধ সময়ে’ গভীর সাগরে ডুব দিয়ে জনৈক ইলিশের সাক্ষাৎকার নিয়েছেন এই রম্যলেখক!


ইলিশ : আমাদের জগতে সুস্বাগতম!


প্রশ্নকর্তা : সেকি! সাক্ষাৎকার তো আমিই শুরু করার কথা..


ইলিশ : সবসময় তো তা-ই করেন, এবার একটু ব্যতিক্রম হলো আর কি। তা ছাড়া আপনি এসেছেন আমাদের পানিরাজ্যে, একটু খাতির তো করতেই হয়!


প্রশ্নকর্তা : খাতিরের নামে আবার নীল তিমির হাতে দিয়ে দেবেন না তো!


ইলিশ : হা হা হা...ভয় পাবেন না। আচ্ছা, ভালো কথা মনে করছেন, আপনাদের ওখানে নাকি ব্লু-হোয়েল তথা নীলতিমি নিয়ে ব্যাপক আলোচনা চলছে?


প্রশ্নকর্তা : (মনে মনে, সাক্ষাৎকার নিতে এসে নিজেই দেখি প্রশ্নের সম্মুখীন!) হ্যাঁ, নীলতিমি এখন মনুষ্যজগতে ব্যাপক আলোচিত। ওই নামে একটি গেমস শেষপর্যন্ত খেললে নিশ্চিতভাবে বিশেষ একটি ‘পুরস্কার’ পাওয়া যায়!


ইলিশ : বলেন কি! গেমস খেলে নিশ্চিত পুরস্কার! দারুণ তো! তা পুরস্কারটা কী?


প্রশ্নকর্তা : মৃত্যু!


ইলিশ : অ্যাঁ! মাফ চাই, সাথে দোয়াও চাই! সমুদ্রে থেকেও নীল তিমি দেখলাম না। এখন এই গেম খেলে মরতে চাই না।


প্রশ্নকর্তা : আচ্ছা, কেমন চলছে আজকাল?


ইলিশ : আজকাল জম্পেশ চলছে!


প্রশ্নকর্তা : তাই নাকি? কেন?


ইলিশ : কারণ বর্তমানে প্রজনন মৌসুম, তাই ইলিশ ধরা নিষিদ্ধ। আমরা তাই ফুরফুরে মেজাজে সর্বত্র ঘুরে বেড়াচ্ছি।


প্রশ্নকর্তা : ও আচ্ছা। তা প্রজনন কেমন হচ্ছে?


ইলিশ : ভাইয়ের কি লজ্জা নাই! আনকমন প্রশ্ন করেন কেন!


প্রশ্নকর্তা : ঠিক আছে, কমন প্রশ্ন, মাছের রাজা ইলিশ হলে মাছের রাণী কে?


ইলিশ : কে আবার? ইলিশের বউ!


প্রশ্নকর্তা : হুম! কখন নিজেকে নিয়ে গর্ববোধ করেন?


ইলিশ : বৈশাখের ঠিক আগে। বাপরে বাপ! ইলিশ খাওয়ার জন্য মানুষ যে হারে ঝাঁপিয়ে পড়ে! নিজেকে তখন ভিআইপি ভিআইপি লাগে!


প্রশ্নকর্তা : ভালো থাকেন, দম ফুরিয়ে আসছে। এখন ডুব থেকে না ওঠলে সত্যি সত্যিই নীলতিমির খাবার হতে হবে!