শাওমির বেজেললেস ডিসপ্লের ফোন

মোবাইল ফোন রিভিউ October 23, 2017 1,148
শাওমির বেজেললেস ডিসপ্লের ফোন

বেজেললেস ডিসপ্লের একটি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মডেল শাওমি রেডমি নোট ফাইভ। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯।


সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি চীনের টেলিকমিউনিকেশন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-এ তে তালিকাভুক্ত হয়েছে। একই সঙ্গে ফোনটি যুক্তরাষ্ট্রের এফসিসি-র সনদ পেয়েছে।


থিন বেজেলের এই ফোনটিতে আছে ডুয়েল ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার।


রেডমি নোট ফাইভ শাওমির প্রথম ফোন যেটাতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে অক্টাকোর সিপিইউ রয়েছে। সঙ্গে আছে অ্যাড্রিনো ৫০৯ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।


তিনটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে আছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। আরেকটিতে থাকছে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম।


শেষেরটি পাওয়া যাবে ৪ জিবি রম এবং ৬৪ জিবি রম। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।