

মালিক আর চাকরের মধ্যে কথা হচ্ছে-
মালিক : যাও, রাস্তা থেকে একটা খালি অটো নিয়ে এসো।
চাকর অটো আনতে গিয়ে তিন ঘণ্টা পরে ফিরে এলো-
মালিক : একটা খালি অটো আনতে গিয়ে তিন ঘণ্টা লাগালে?
চাকর : কী করব? তিন ঘণ্টায়ও একটা খালি অটো পেলাম না।
মালিক : কী, তিন ঘ্ণ্টায়ও একটা খালি অটো পেলে না। কারণ কী?
চাকর : কারণ প্রতিটি অটোতে একজন করে ড্রাইভার ছিল!








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment