৬ জিবি র‌্যামের ফোনে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ October 17, 2017 1,777
৬ জিবি র‌্যামের ফোনে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা

চীনের বাজারে পাওয়া যাচ্ছে হুয়াওয়ের ৬ জিবি র‌্যামের একটি ফ্লাগশিপ ফোন। মডেল হুয়াওয়ে পি টেন প্লাস। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে সব মিলিয়ে ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির আইপিএস নিও এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে।


ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। এতে অক্টাকোর ৪×২.৪ গিগাহার্জের হাইসিলিকন কিরিন ৯৬০ প্রসেসর আছে। ৬ জিবি র‌্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে।


হাই-এন্ড সিরিজের এই ফোনটির রিয়ারে আছে ২০ এবং ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। সব মিলিয়ে এতে ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।


ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটির মূল্য ৯০০ ডলার।