সমুদ্রে নেমে গবেষণা

পাঁচমিশালী কৌতুক October 16, 2017 1,277
সমুদ্রে নেমে গবেষণা

প্রথমবারের মতো সমুদ্র দর্শনে বের হয়েছেন পদার্থবিদ, জীববিদ এবং রসায়নবিদ। পদার্থবিদ সমুদ্রের বড় বড় ঢেউ দেখে মোহিত হয়ে ঢেউয়ের ফ্লুইড ডায়নামিক্সের ওপর গবেষণা করার কথা চিন্তা করে সাগরে চলে গেলেন। যথারীতি তিনি ডুবে গিয়ে আর ফিরলেন না।


জীববিজ্ঞানী সমুদ্রের ফ্লোরা-ফনার ওপর গবেষণা করার জন্য সমুদ্রে গেলেন, কিন্তু তিনিও ওই পদার্থবিদের মতো সাগরে গিয়ে আর ফিরলেন না।


বহুক্ষণ ধরে বাকি দু’জনের জন্য অপেক্ষা করে রসায়নবিদ শেষে পর্যবেক্ষণ লিখলেন, ‘পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী উভয়ই সমুদ্রের পানিতে দ্রবণীয়’।