এশার ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত কি পড়তে হবে?

ইসলামিক শিক্ষা October 10, 2017 3,122
এশার ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত কি পড়তে হবে?

প্রশ্ন : এশার নামাজের আগে চার রাকাত সুন্নত কোনো নামাজ আছে কি?


উত্তর : না। এশার আগে চার রাকাত সুন্নত নামাজ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এশার আগে শুধু দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। যিনি এশার নামাজের জন্য মসজিদে যাবেন, তিনি শুধু দুই রাকাত তাহিয়াতুল নামাজ পড়বেন। চার রাকাত সুন্নত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।


যাঁরা বাসায় পড়বেন, তাঁরা শুধু এশার নামাজ আদায় করবেন এবং মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়বেন।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''