বাজারে আসছে ব্ল্যাকবেরির নয়া স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ October 7, 2017 841
বাজারে আসছে ব্ল্যাকবেরির নয়া স্মার্টফোন

বাজারে নতুন অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন আনতে যাচ্ছে ব্ল্যাকবেরি। ইতোমধ্যেই ডিভাইসটির ছবি ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। নতুন এই স্মার্টফোনে থাকছে না ব্ল্যাকবেরির সেই সিগনেচার কোয়ার্টি কিবোর্ড।


টাচস্কিন এই ডিভাইসটিতে রাখা হয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ও হোম বাটন। আর হোম বাটনেই রাখা হয়েছে ব্ল্যাকবেরি লোগো, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর এক প্রতিবেদনে। নতুন এই ফোনের নাম হতে ক্রিপটন।


সূত্রের খবর নতুন ডিভাইসটি হবে একদম ওয়াটার প্রুফ। আর ব্ল্যাকবেরির সিকিউরিটি সফটওয়্যার থাকবে এতে। একবার ফুল চার্জে ২৬ ঘন্টা চলবে ব্ল্যাকবেরির নতুন এই স্মার্টফোনটি। অনুমান করা হচ্ছে এই মাসেই ডিভাইসটি বাজারে আত্মপ্রকাশ করবে। তবে এর দাম কত হতে পারে তা নিয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।


এক সময় স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানীয় জায়গায় ছিল ব্ল্যাকবেরি। ২০০৯ সালে স্মার্টফোন বাজারের ৪১.৬ শতাংশ ছিল তাদের দখলে। পরবর্তীতে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের কাছে দাঁড়াতে পারেনি ব্ল্যাকবেরির নিজস্ব অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ওএস।