ফেসবুক প্রোফাইলের ছবি কপি ঠেকাতে করণীয়

ফেসবুক টিপস September 21, 2017 1,996
ফেসবুক প্রোফাইলের ছবি কপি ঠেকাতে করণীয়

সম্প্রতি একটি সমস্যায় অনেকেই ভুগছেন আর তা হলো- ফেসবুকের প্রোফাইলই থেকে ছবি কপি করে নিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলছে অজানা কেউ। বিশেষ করে নারীরা এ সমস্যার একটু বেশিই পড়েছেন। এজন্য প্রয়োজন প্রোফাইলের ছবির নিরাপত্তা। আপনি চাইলে আপনার ছবিটি নিরাপদ রাখতে পারবেন যা, চাইলেও কেউ কপি করতে পারবে না।


এজন্য প্রথমে আপনাকে ফেইসবুক লগইন করতে হবে। তারপর Photo Album -এ প্রবেশ করুন। এরপর আপনাকে Profile Photo Album -এ ক্লিক করতে হবে। এখান থেকে বেছে নিবেন আপনি কোন ছবিটি কপি অযোগ্য করতে চান।


সেটি ক্লিক করে এর Privacy অপশন থেকে only me নির্বাচন করুন। এই কাজটি করলে প্রোফাইলের ছবিটি দেখা গেলেও সেটা ক্লিক করলে কাজ করবে না। ফলে নিরাপদে থাকবে আপনার প্রোফাইল ছবিটি।


চাইলে ব্যবহারকারীর শুধুমাত্র বন্ধুরা দেখতে পারবেন বা বন্ধুরা ক্লিক করলে প্রোফাইল ছবি বড় হবে সেটাও করা যাবে Privacy অপশন থেকে। আপনি চাইলে এই অপশনে গিয়ে আপনার বন্ধু তালিকা হাইড করে রাখতে পারেন। যেগুলো আপনি ছাড়া আর কেউ দেখতে পরবে না।