শুক্রের অন্ধকার দিকে কী আছে? এবার ফাঁস হবে রহস্য

বিজ্ঞান জগৎ September 19, 2017 2,773
শুক্রের অন্ধকার দিকে কী আছে? এবার ফাঁস হবে রহস্য

এতদিন শুক্রগ্রহের আলোকিত দিকটাই পৃথিবীবাসীর চোখে পড়েছে৷ অন্ধকার দিকে কী আছে, তা এতকাল অজ্ঞাতই ছিল৷ তবে এবার সেই রহস্য ফাঁস হবে৷ প্রথমবারের জন্য শুক্রগ্রহের অন্ধকার দিকটি দেখতে পাবেন বিজ্ঞানীরা৷


জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (JAXA) জাভিয়ার পেরালটা জানিয়েছেন, এই প্রথমবার শুক্রের অন্ধকার দিকের আবহাওয়া বিশ্লেষণ করা যাবে৷ গ্রহের আলোকিত দিকের আবহাওয়া নিয়ে অনেক কিছু আবিষ্কার করা হয়েছে৷ কিন্তু অন্ধকার দিকটি নিয়ে এখনও কিছুই জানা হয়নি৷ অনেক কিছু জানা বাকি৷ তাঁরা গবেষণায় জেনেছেন, অন্ধকার দিকের মেঘের প্যাটার্ন অনেক আলাদা৷ সেটি খতিয়ে দেখবেন তাঁরা৷


শুক্রের বাতাস খুব প্রবল৷ গ্রহের গতির তুলনায় এর গতি বেশি৷ গ্রহের গতির তুলনায় বাতাসের গতি ৬০ গুণ বেশি৷ এই ঘটনাটি সুপার-রোটেশন নামে পরিচিত৷ উচ্চস্তরের মেঘের গতি ৬৫ থেকে ৭২ কিলোমিটার৷ শুক্রের আলোকিত দিকের মেঘের আস্তরণ নিয়ে গবেষণা করা হয়েছে৷ কিন্তু অন্ধকার দিকের আবহাওয়া নিয়ে কোনও গবেষণা হয়নি৷ সেই কারণেই অন্ধকার দিকের উপর জোর দেওয়া হচ্ছে৷ মেঘ পর্যবেক্ষণ করার জন্য ভিজিবেল অ্যান্ড ইনফ্রানরেড থার্মাল ইম্যাজিং স্পেকট্রোমিটার (VIRTS) ব্যবহার করা হবে৷