নকিয়ার ১০ জিবি র‌্যামের শক্তিশালী ফোন

মোবাইল ফোন রিভিউ September 10, 2017 748
নকিয়ার ১০ জিবি র‌্যামের শক্তিশালী ফোন

১০ জিবি র‌্যামের শক্তিশালী একটি ফোন আনতে কাজ করছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। ফোনটির মডেল নকিয়া সেফিয়ার। এতে ২ টেরাবাইট বিল্টইন মেমোরি রয়েছে।


নকিয়ার এই মনস্টার ফোনটিতে এখনো কনসেপ্ট পর্যায়ে রয়েছে। শিগগিরই ফোনটি আত্মপ্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।


ইতোমধ্যে নকিয়ার বেশ কয়েকটি ফোন আত্মপ্রকাশ করেছে। এগুলো হলো- নকিয়া থ্রি, নকিয়া সিক্স এবং নকিয়া ফাইভ। বাজারে আসার সঙ্গে সঙ্গে ফোনগুলো ক্রেতারা লুফে নিয়েছেন। এরই ধারবাহিকতায় প্রতিষ্ঠানটি বিভিন্ন হাইএন্ড সিরিজের ফোনের কনসেপ্ট প্রকাশ করেছে। এর মধ্যে অন্যতম হলো নকিয়া সেফিয়ার।


এই ফোনটিতে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহৃত হচ্ছে। এই ফোনের ডিসপ্লেতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকছে।


নকিয়ার ফ্লাগশিপ ডিভাইসটি দুইটি র‌্যাম ভার্সনে বাজারে আসবে। একটি হবে ৮ জিবি র‌্যামের। অন্যটি ১০ জিবি র‌্যামের। উভয় ফোনের মেমোরি হবে ২০০ জিবির।


ছবির জন্য নকিয়া সেফিয়ারে থাকছে ৪২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য ব্যবহৃত হবে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি হবে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।


২০১৮ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ ফোনটি বাজারে আসার কথা রয়েছে। এর মূল্য হবে ৮১০ ডলার।