সাধারন জ্ঞানের আসর - ১৩৪তম পর্ব

সাধারণ জ্ঞান September 10, 2017 2,515
সাধারন জ্ঞানের আসর - ১৩৪তম পর্ব

=>মুসলিম এইড” কোন দেশ ভিত্তিক দাতা সংস্থা?

উত্তরঃব্রিটেন


=>এলিফেন্ট পয়েন্ট কোথায় অবস্থিত?

উত্তরঃ কক্সবাজার


=>বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃ সিতাকুন্ডে


=> “The Ugly Asian” বইটি কে লিখেছেন?

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ


=>বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স নূন্যতম কত হতে হবে?

উত্তরঃ ২৫


=> বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?

উত্তরঃ গ্রান্ড খাল


=>বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?

উত্তরঃ মেঘনাদ বধ


=>সবচেয়ে বেশি আর্থ মেটাল উৎপাদন করে কোন দেশ?

উত্তরঃ চীন


=> বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থঃ

উত্তরঃ কথোপকথন


=>হুলিয়া কার পরিচালিত চলচ্চিত্র?

উত্তরঃতানভীর মোকাম্মেল


=>সাম্প্রতি কোথায় বীরশেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কয়ার স্থাপিত হয়?

উত্তরঃরাঙামাটি


=>১৭ তম সার্ক শীর্ষ সম্মেলন কোন দেশে হবে?

উত্তরঃমালদ্বীপ


=>ইতিহাসের সব থেকে বড় কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃসিডনি


=>পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেন?

উত্তরঃড. কামরুল আলম খান


=>এশিয়ার একমাত্র খ্রিষ্টান রাষ্ট্র?

উত্তরঃ ফিলিপাইন


=>আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতাঃ

উত্তরঃ মাওলানা ভাসানী


=>Classical Music এর মাতৃভূমি বলা হয়?

উত্তরঃভিয়েনা


=>“দেশে-বিদেশে” ভ্রমণ কাহিনী কার লিখা?

উত্তরঃসৈয়দ মুজতবা আলী


=> প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রঃ

উত্তরঃসংবাদ প্রভাকর


তথ্যসূত্রঃ ইন্টারনেট