ডিএসএলআররের স্বাদ মিলবে শাওমির নতুন এই মোবাইলটিতে!

মোবাইল ফোন রিভিউ September 5, 2017 1,234
ডিএসএলআররের স্বাদ মিলবে শাওমির নতুন এই মোবাইলটিতে!

ভারতে উন্মোচিত হলো শাওমি ব্র্যান্ডের মি এ ওয়ান স্মার্টফোনটি। ডুয়েল ক্যামেরা বিশিষ্ট এই স্মার্টফোনটির মাধ্যমে ডিএসএলআর'র স্বাদ মিলবে বলে জানিয়েছে শাওমি কর্তৃপক্ষ।


৫ সেপ্টেম্বর মঙ্গলবার ভারতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাওমি'র এই মোবাইলটি উন্মোচন করা হয়।


অনুষ্ঠানে শাওমির প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর দোনাভান সাং জানান, শাওমির এই মোবাইলটি এর ব্যবহারকারীকে ভিন্নমাত্রার ছবি তোলার স্বাদ দেবে। এর মাধ্যমে বাজারে থাকা আইফোন ৭ এস বা ওয়ান প্লাস ৫ এর চেয়ে ভালো মানের ছবি পাওয়া যাবে।


তিনি জানান, মোবাইলটির পেছনে রয়েছে দুইটি ডুয়েল ক্যামেরা। দুইটি ক্যামেরা ১২ মেগা পিক্সেল করে। এর মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলবে এবং অপরটি টেলিফটো। ফলে অন্যসব মোবাইল থেকে স্বচ্ছ এবং উজ্জ্বল ছবি তুলতে পারবে এই মোবাইলটি।


দোনাভান আরও জানান, অ‍্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম চালিত এই মোবাইলটিতে থাকবে মেটাল বডি, স্ন‍্যাপড্রাগন ওক্টা কোর প্রসেসর, ৫.৫ ইঞ্চি এফএইডডি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হাই কোয়ালিটি অডিও, ৩০৮০ মিলি অ্যাম্পিয়ারে ব্যাটারি।