সাধারন জ্ঞানের আসর - ১৩৩তম পর্ব

সাধারণ জ্ঞান September 5, 2017 1,649
সাধারন জ্ঞানের আসর - ১৩৩তম পর্ব

প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব : ট্রিগভেলি (নরওয়ে)।


প্রশ্ন: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত : জাপানে।


প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ।


প্রশ্ন: হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল : গেষ্টাপো।


প্রশ্ন: বার্লিন প্রাচীরের পতন ঘটে : ১৯৮৯ সালে।


প্রশ্ন: ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় : রোম চুক্তির মাধ্যমে।


প্রশ্ন: আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।


প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান : ভারতের।


প্রশ্ন: ‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু : চীনে।


প্রশ্ন: উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় : রেড ইন্ডিয়ান।


প্রশ্ন: বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত : তুরষ্কে।


প্রশ্ন: সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।


প্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।


প্রশ্ন: সাত পাহাড়ের শহর বলা হয় : রোমকে।


প্রশ্ন: পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট