

চীনে এক ব্যক্তির কান থেকে বের হলো টিকটিকি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ছোট্ট সরীসৃপটিকে ধরতে রীতিমতো বেগ পেতে হয়েছে চিকিৎসকদের।
প্রতিবেদন অনুসারে, সকালে ঘুম থেকে উঠতেই কানে অসহ্য যন্ত্রণা শুরু হয় ওই ব্যক্তির। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান, কানে টিকটিকি ঢুকেছে। বের করার জন্য চেষ্টাও করেন তিনি। কিন্তু ছোট্ট টিকটিকি ছানাটি কানের মধ্যে ছোটাছুটি শুরু করে। অবশেষে তাকে জ্যান্ত উদ্ধারের চেষ্টায় নিরস্ত হন চিকিৎসক। অবশ করে বের করা হয় প্রাণীটিকে।
এখানেই সমস্যার সমাধান ভাবলে ভুল করবেন। কারণ টিকটিকি বের হলেও খোঁজ মিলছিল না তার লেজের। কানের ভিতর তন্ন তন্ন করে টিকটিকির লেজটি খোঁজেন চিকিৎসকরা।
শেষ পর্যন্ত তাঁরা জানান, সম্ভবত কানে ঢোকার আগেই লেজ খসে গিয়েছিল প্রাণীটির।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment