সাধারন জ্ঞানের আসর - ১২৯তম পর্ব

সাধারণ জ্ঞান August 24, 2017 2,411
সাধারন জ্ঞানের আসর - ১২৯তম পর্ব

১। প্রাচীনতম পানির খনি পাওয়া যায় কোথায়?

উত্তরঃ কানাডা।

-

২। কোন শহর কে গির্জার শহর বলা হয়?

উত্তরঃ আনি শহর।

-

৩। পৃথিবীর কেন্দ্র কি দিয়ে গঠিত?

উত্তরঃ লোহা ও নিকেল।

-

৪। রাজধানীহীন দেশ কোনটি?

উত্তরঃ নাউরু।

-

৫। শীতলতম গ্রাম কোন দেশে?

উত্তরঃ রাশিয়া।

-

৬। ইন্টারনেট ভিত্তিক ব্যানিজ্যিক প্রতিষ্ঠান ইয়াহুর নতুন নাম কি?

উত্তরঃ আলতাবা।

-

৭। সবচেয়ে হালকা ঘড়ির ওজন কত?

উত্তরঃ ৪০ গ্রাম।

-

৮। অক্সফোর্ড ডিকশনারি প্রথম কবে বাজারে আসে?

উত্তরঃ ১৮৮৪ সালে।

-

৯। 'সিলোন' থেকে কোন শব্দটি এসেছে?

উত্তরঃ শ্রীলঙ্কা।

-

১০। আঠা লাগানো ডাক টিকিটের ব্যবহার শুরু হয় কবে?

উত্তরঃ ১৮৪২ সালে।


সূত্রঃ ইন্টারনেট