চুলের বৃদ্ধি বাড়ায় কফি

রূপচর্চা/বিউটি-টিপস August 23, 2017 812
চুলের বৃদ্ধি বাড়ায় কফি

রুক্ষ ও বিবর্ণ চুলে জৌলুস ফেরাতে চাইলে কফির হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এছাড়া কফির স্ক্রাব ও হেয়ার অয়েল চুলে ব্যবহার করলে বাড়বে চুলের বৃদ্ধি। পাশাপাশি মজবুত হবে চুল।


কফির হেয়ার প্যাক


- একটি পাত্রে প্রয়োজন মতো কফি পাউডার নিন।


- টকদই মিশিয়ে পেস্ট তৈরি করুন।


- মাথার তালু ও চুলে হেয়ারপ্যাকটি লাগান।


- আধা ঘণ্টা পর শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল।


কফির স্ক্রাব


- চুল অনুযায়ী কফি পাউডার নিন একটি পাত্রে।


- লবণ মেশান।


- নারকেল তেল মিশিয়ে তৈরি করুন পেস্ট।


- গোসল করার আগে মিশ্রণটি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন মাথার তালুতে।


- শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।


কফি হেয়ার অয়েল


- একটি পাত্রে প্রয়োজন অনুযায়ী অলিভ অয়েল নিন।


- কয়েক চা চামচ কফি পাউডার মেশান।


- পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ঠাণ্ডা স্থানে রেখে দিন।


- ২ থেকে ৩ সপ্তাহ পর মিশ্রণটি ছেঁকে তেল সংগ্রহ করুন।


- কফি হেয়ার অয়েল মাথার তালুতে ঘষে ঘষে লাগান রাতে ঘুমানোর আগে।


- পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।


চুলের যত্নে কফি ব্যবহার করবেন কেন?


- কফিতে থাকা ক্যাফেইন চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় যা উজ্জ্বল ও সুন্দর করে চুল।


- কফি চুল দ্রুত বাড়তে সাহায্য করে।


- চুল প্রাকৃতিকভাবে কালো করে কফি।


- চুল স্বাস্থ্যোজ্জ্বল ও মজবুত করে কফি।