ঘরে সুগন্ধি ছিটানো কি সুন্নত?

ইসলামিক শিক্ষা August 21, 2017 1,842
ঘরে সুগন্ধি ছিটানো কি সুন্নত?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।


জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।


আপনার জিজ্ঞাসার ২০১৫তম পর্বে ঘরে সুগন্ধি ছিটানো সুন্নত কি না, সে সম্পর্কে রাজধানীর শনির আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।


প্রশ্ন : রুমে সুগন্ধি ছিটানো কি সুন্নাহ?


উত্তর : রুমে সুগন্ধি ছিটানো সুন্নাহ, ব্যাপারটি এমন না। তবে এটি স্বাভাবিক বিষয়। অনেক সময় রুমের দরজা-জানালা বন্ধ থাকলে একটা গুমোট আবহাওয়া তৈরি হয়ে থাকে, একটু গন্ধ গন্ধ লাগে। সেখানে যদি কেউ এয়ারফ্রেশনার দিয়ে অথবা আতর দিয়ে অথবা যেকোনো সুগন্ধি স্প্রে করে থাকেন, এটি সুন্দর, ভালো কাজ। এই কাজ করতে কোনো অসুবিধা নেই।


কিন্তু সুন্নাহ সাব্যস্ত হতে হলে নবী (সা.) দিয়েছেন কি না, সেখানে যেতে হবে। যেহেতু সুন্নাহর জন্য দলিলের প্রয়োজন, সেহেতু সুন্নাহ বলার কোনো বৈধতা এখানে নেই।


সূত্রঃ এনটিভি