

রণি একটি নতুন হোটেল দিয়েছে। হোটেলের কি নাম দেয় তা নিয়ে স্ত্রীর মনে সংশয়। সংশয় বাবা মার মনেও, আবার সংশয় শ্বশুড় বাড়ির লোকজনও এই নিয়ে কানাকানি করছে।
অবশেষে রণি হোটেলের নাম দিল “মা হোটেল”। তারপর নিজের মাকে গিয়ে বলল—
মা, তোমার জন্যই এই হোটেলের নামকরণ করলাম। তারপর শাশুড়ীকে গিয়ে বলল—
আমাদের দুই জনের ইচ্ছায় আপনার জন্য এই হোটেলের নাম দিলাম। তারপর স্ত্রীকে গিয়ে বলল—
ছেলে মেয়েরা খুব করে চাইলো, তাই তোমার নামেই হোটেলের নাম দিলাম। ছেলের বুদ্ধি দেখছেন????








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment