সূর্য পশ্চিম দিকে উঠবে কবে?

ইসলামিক শিক্ষা August 17, 2017 3,323
সূর্য পশ্চিম দিকে উঠবে কবে?

প্রশ্ন : পশ্চিম দিকে সূর্য উঠবে ইমাম মাহাদি আসার আগে নাকি পরে? তিনি কি ইংরেজি ২০২৮ সালের রমজানে আসবেন?


উত্তর : রাসূল (সা.) কেয়ামতের ১০টি বড় বড় আলামতের কথা বলেছেন। তার মধ্যে মাহাদির আগমন হচ্ছে একেবারেই শুরুর দিকে। পশ্চিম দিকে সূর্যোদয়ের আলামতটা হচ্ছে একেবারে শেষের দিকে। আল্লাহ সুবানাহুতায়ালাই সবচেয়ে ভালো জানেন, সেটা কত বছর পরে হবে।


তবে এগুলো অনেক দূরে। কেয়ামতের যে ছোট ছোট আলামত রয়েছে, সেগুলো এখনো শেষ হয়নি, সেগুলো এখনো আসছে বলে আমরা লক্ষ করছি। কেয়ামতের আলামতগুলো এখনো অনেক অনেক দূরে। আল্লাহ সুবানাহুতায়ালাই সেটা ভালো জানেন যে কবে হবে। এটাকে নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন