জিওনির ফোনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ August 10, 2017 915
জিওনির ফোনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

চীনের হ্যান্ডসেট নির্মাতা জিওনি সেলফি ক্যামেরাকে প্রধান্য নিয়ে নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল জিওনি এ ওয়ান লাইট। এই ফোনটিতে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


মধ্যম ঘরানার এই ফোনটিতে ভারতের বাজারে বিক্রি হচ্ছে ১৪ হাজার ৯৯৯ রুপি। দুইটি রঙে ফোনটি পাওয়া যাবে।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে রয়েছে ৫.৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।


জিওনি এ ওয়ান লাইট ফোনটিতে মিডিয়াটেক এমটি৬৭৫৩ প্রসেসর ও ৩ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এতে ৩২ জিবি রম আছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


ছবির জন্য ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।