বৃষ্টির জন্য পুরুষে-পুরুষে বিয়ের আয়োজন

সাধারন অন্যরকম খবর August 9, 2017 2,708
বৃষ্টির জন্য পুরুষে-পুরুষে বিয়ের আয়োজন

মধ্যপ্রদেশের ইন্দোরে বৃষ্টি ও ফসল বৃদ্ধির কামনায় এক বিশেষ বিয়ের আয়োজন করেছে এলাকাবাসী।


ভারতীয় মিডিয়া জানায়, ইন্দোরের মুসাখেদি এলাকার বাসিন্দারা তীব্র বৃষ্টিহীনতার প্রকোপ থেকে বাঁচতে দু’জন পুরুষের মাঝে প্রতীকী এই বিয়ের আয়োজন করে। তাদের বিশ্বাস, এভাবে দুই পুরুষের বিয়ের আয়োজন হলে প্রদেশ জুড়ে ঝুম বর্ষা নামবে যার ফলে ফল-ফসলে ভরপুর হয়ে উঠবে পুরো অঞ্চল।


বিয়ে পুরো হিন্দু রীতি-রেওয়াজ অনুযায়ী সম্পন্ন হয়। ঢোল-করতালসহ গ্রাম্য উৎসবের কায়দায় হৈ-হুল্লোড় করতে করতে বরযাত্রাও দেখা গেছে। বলিউডি ফিল্মি গানের সঙ্গে ধুমসে নর্তন-কুর্দনও হয়।


বিয়ের আয়োজক রমেশ সিংহ জানান, ইন্দ্রদেবকেখুশি করতেই এই বিয়ের আয়োজন। কনে ছাড়া দুই বরের এই ‘বিয়েতে’ বরের ভূমিকায় ছিলেন সাকারাম আর রাকেশ নামের দুই মজদুর।


তবে এ বিষয়ে প্রশ্ন করলে এলাকার কেউ নিশ্চিতভাবে দাবি করতে পারেনি যে অমন উদ্ভট বিয়ের পর সত্যি সত্যি ফসলে ভরে উঠবে এলাকা। তবে মজার ব্যাপার হলো ওই এলাকায় বৃষ্টি ঠিকই হয়েছিল।