স্যামসাংয়ের শক্তিশালী ব্যাটারির ফোন

মোবাইল ফোন রিভিউ August 8, 2017 1,211
স্যামসাংয়ের শক্তিশালী ব্যাটারির ফোন

বাজারে এলো স্যামসাংয়ের শক্তিশালী ব্যাটারির ফোন। মডেল গ্যালাক্সি এস ৮ অ্যাকটিভ। শক্তিশালী ব্যাটারি ছাড়াও ফোনটিতে শাটার প্রুফ স্ক্রিন রয়েছে।


স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির ফোন। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।


মিলিটারি গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি এই ফোনটিতে আছে কোয়াড এইচডি সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৯৬০x১৪৪০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।


ফোনটিতে বিক্সবি অ্যাসিসট্যান্ট রয়েছে। এতে আছে অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ও অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে।


ছবির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি ফোরজি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।