ইমাম জামাতে ভুল করলে আমরা কী করব?

ইসলামিক শিক্ষা August 5, 2017 1,837
ইমাম জামাতে ভুল করলে আমরা কী করব?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।


জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।


আপনার জিজ্ঞাসার ২০০০তম পর্বে ইমাম নামাজে ভুল করলেও তাঁকে অনুসরণ করতে হবে কি না, সে সম্পর্কে রাজধানীর শনির আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।


প্রশ্ন : ইমাম যদি জামাতে সালাতে ভুল প্রক্রিয়া অনুসরণ করেন, মুসল্লিরা কি তাঁকে অনুসরণ করতে থাকবে?


উত্তর : আসলে এটি নির্দিষ্ট করতে হবে, কোন ধরনের ভুল করছেন, সেটার ওপর। আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে, আসলে কোন ধরনের ভুল তিনি করছেন। সুনির্দিষ্ট মাসয়ালা, সুনির্দিষ্ট বিষয়ের ওপর হবে।


যেমন—ইমাম রুকুতে যাওয়ার কথা, রুকুতে না গিয়ে সেজদায় চলে যাচ্ছেন। তখন মুসল্লিরা অনুসরণ করবে না। মুসল্লিরা সেখানে তাঁকে লোকমা দিবে। সেটা নির্ভর করছে ইমামের যে প্রক্রিয়া সেটি আসলে কোন ধরনের প্রক্রিয়া, তার ওপর। এটা কি মুস্তাহাব, নাকি সুন্নত, নাকি ফরজ, সেটার ব্যাপারে আমাদের পরিষ্কার হতে হবে। সুনির্দিষ্ট মাসয়ালার ওপর আলোচনা করতে হবে।


সূত্রঃ এনটিভি