তাবিজ ও নারী

পাঁচমিশালী কৌতুক August 3, 2017 2,381
তাবিজ ও নারী

ফকির বাবার কাছে এসেছে এক নারী।


নারী: ফকির বাবা, একটা উপায় বইলা দেন।


ফকির: বল মা!


নারী: আপনি তো আমারে জিগাইলেন-ই না কী সমস্যার কী উপায় চাইতাছি!


ফকির: বল মা!


নারী: আজব লোক তো আপনি! এত নাম শুনে আসলাম আর আপনি আমার কথাই শুনতে চাচ্ছেন না! না শুনেই বলছেন ‘বল মা!’ এটা কেমন...


ফকির: মা বুঝতে পেরেছি। এই নে, এই রূপার ছোট্ট তাবিজটা স্বামী যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ জিভের নিচে দিয়া রাখবি...


নারী এবার কিছুটা প্রভাবিত হয়ে: বাবা তো আসলেও কিছু জানেন মনে হইতাছে। তার মানে আমি আসার আগেই আপনে বুঝে গেছেন কী সমস্যা নিয়া আইছি! বাবা...


ফকির: এখন যা! আগামী সপ্তায় আসিস, মা।


এক সপ্তাহ পর নারী ফের এলেন ফকির বাবার কাছে।


নারী: বাবা বাবা, এতো মনে হইতাছে যাদু! গত এক সপ্তায় স্বামী আমার গায়ে ফুলের টোকাটা পর্যন্ত দেয় নাই, মাইরপিট তো দূরের কথা! আপনি আসলেই অনেক কামেল আদমি, বাবা! আগে অনেক বেআদপী করছি...


ফকির: আমার কামেলিয়াতের কিছু নাই এতে মা। তাবিজও কিছুই না। এটা তোর মুখ বন্ধ রাখার ফল!


নারী: মানে!


ফকির: হ্যাঁ মা, তাবিজ মুখে থাকায় বেহুদা প্যাঁচাল বন্ধ ছিল তোর। তাই, জামাই বাবাজি...