চুলের যত্নে অ্যালোভেরার ৩ হেয়ার প্যাক

রূপচর্চা/বিউটি-টিপস August 3, 2017 847
চুলের যত্নে অ্যালোভেরার ৩ হেয়ার প্যাক

চুলচর্চায় অ্যালোভেরা জেল খুবই কার্যকরী। চুলের মোটামুটি সব ধরনের সমস্যাই দূর করতে পারে ভেষজ এই উপাদানটি। অ্যালোভেরা জেল নিয়মিত চুলে ব্যবহার করলে খুশকি দূর হবে। এছাড়া চুল দ্রুত বাড়ার পাশাপাশি ঝলমলে হবে চুল।


জেনে নিন অ্যালোভেরার ৩ হেয়ার প্যাক সম্পর্কে. . .


→ চুল দ্রুত বাড়বে যে হেয়ার প্যাক ব্যবহারে


- ১ কাপ অ্যালোভেরা জেল নিন।


- ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মেশান।


- ২ টেবিল চামচ মেথি গুঁড়া দিন।


- মিশ্রণটি ভালো করে নেড়ে মসৃণ পেস্ট তৈরি করুন।


- রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় লাগান প্যাকটি।


- শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন সারারাত।


- পরদিন স্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।


- কন্ডিশনার ব্যবহার করুন।


→ খুশকি দূর করবে যে হেয়ার প্যাক


- ১ কাপ অ্যালোভেরা জেল নিন।


- ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান।


- ১ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন।


- মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন।


- আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


- মাসে ২ বার ব্যবহার করুন হেয়ার প্যাকটি। খুশকি দূর হবে।


→ চুল ঝলমলে করবে যে হেয়ার প্যাক


- ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন।


- ২ টেবিল চামচ দই মেশান।


- ১ টেবিল চামচ মধু দিন মিশ্রণে।


- ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নেড়ে নিন।


- হেয়ার প্যাকটি মাথার ত্বকে লাগান।


- ১০ মিনিট ম্যাসাজ করুন মাথার ত্বক।


- ২৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।


- সপ্তাহে একবার ব্যবহার করলে চুল হবে ঝলমলে।