২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন

মোবাইল ফোন রিভিউ August 2, 2017 940
২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন

দুই সেলফি ক্যামেরার একটি ফোন বাজারে এনেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ফোনটির মডেল ভিভো এক্স নাইন এস। এই ফোনটিতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।


ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির অ্যামোলিড টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৫২ চিপসেট ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে আছে অক্টাকোর ৪×১.৮ গিগাহার্জের সিপিইউ। ফোনটির বিল্টইন মেমোরি ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ছবির জন্য ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ারে আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামকোডার।


অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৩৩২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি রয়েছে।


কানেকটিভিটি হিসেবে আছে ইউএসবি, এলটিই, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, থ্রিজি এবং ফোরজি।


ফোনটির মূল্য ৪০০ ডলার।