স্যামসাংয়ের ফ্লিপফোন আসছে ৩ আগস্ট

মোবাইল ফোন রিভিউ August 2, 2017 983
স্যামসাংয়ের ফ্লিপফোন আসছে ৩ আগস্ট

৩ আগস্ট আন্তর্জাতিক বাজারে আসছে স্যামসাংয়ের ফ্লিপফোন। শুরুতেই এই ফোনটি এশিয়ার বাজারে পাওয়া যাবে।


ফোন এরিনা জানিয়েছে, ৩ আগস্ট চীনের বাজারে ফোনটি আনুষ্ঠানিকভাবে ফোনটি অবমুক্ত করা হবে।


বিভিন্ন অনলাইন রিপোর্টে জানা গেছে, স্যামসাং তাদের নতুন এই ফ্লিপফোনটি এসএম-ডব্লিউ২০১৮ কোড নেমে তৈরি করছে। এটি হবে হাইএন্ড সিরিজের ফোন। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে।


ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৬ জিবি র‌্যাম থাকার কথা রয়েছে। এতে ৬৪ জিবি মেমোরি ইনস্টল করা থাকবে।


ফোনটিতে ৪.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকছে। এছাড়াও এতে সেকেন্ডারি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রিয়ারে আছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।


ব্যাকআপের জন্য ফোনটিতে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।