গিগাবাইটের ব্রিক্স পিসি বাজারে

কম্পিউটার রিভিউ August 1, 2017 1,084
গিগাবাইটের ব্রিক্স পিসি বাজারে

স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাজারে আনলো গিগাবাইটের ব্রিক্স পিসি। ছোট আকারের এই পিসির মডেল বিকেআই৩এইচএ-৭১০০। এটি মূলত একটি সিপিইউ। মনিটর, কিবোর্ড ও মাউস সংযুক্ত করে পুরো কম্পিউটারের সুবিধা পাওয়া যাবে।


সর্বাধুনিক ইন্টেল সপ্তম প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই পিসিটি আল্ট্রা কমপ্যাক্ট ডিজাইনে তৈরি। এতে আছে ২.৫ ইঞ্চি এইচডিডি ও এসএসডি স্লট। রয়েছে দুইটি ডিডিআর ফোর র‌্যাম স্লট।


ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ও ব্লুটুথ নেটওয়ার্ক সমৃদ্ধ পিসিটিতে ইন্টেল ৬২০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ইউএসবি ৩.১ এবং ইউএসবি ৩.০ স্লট ব্যবহার করা হয়েছে। আরও আছে এইচডিএমআই ২.০ স্লট, এইচডিএমআই প্লাস মিনি ডিসপ্লে পোর্ট আউটপুট, ইন্টেল গিগাবিট ল্যান, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক।


তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ২৭ হাজার ৫০০ টাকা।