৬ জিবি র‌্যামে আসছে স্যামসাংয়ের নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ August 1, 2017 892
৬ জিবি র‌্যামে আসছে স্যামসাংয়ের নতুন ফোন

৬ জিবি র‌্যামে আসছে স্যামসাংয়ের নতুন একটি ফোন। মডেল গ্যালাক্সি এস নাইন এজ ২০১৮ এডিশন। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে অলওয়েজ অন ডিসপ্লে থাকছে। এছাড়াও ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে।


ফোনটি হবে বেজেললেস ডিজাইনে তৈরি। এর স্ক্রিন টু বডি রেশিও হবে ৯৯%। অর্থাৎ ফোনটির পুরোটা জুড়েই থাকছে ডিসপ্লে। এতে থ্রিডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।


স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে ৫.৮ ইঞ্চির সুপার অ্যামোলিড টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের রেজুলেশন হবে ১৪৪০x২৯৬০ পিক্সেল।


দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকবে ১২৮ জিবি রম ও ৬ জিবি র‌্যাম। অন্য ভার্সনে থাকবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।


ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ও অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকছে। এটি আইপি৬৮ সনদপ্রাপ্ত। অর্থাৎ ফোনটি পানিরোধী।


ছবির জন্য এস নাইন এজ ২০১৮ ফোনটিতে দুইটি ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে।


ব্যাকআপের জন্য থাকছে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের কুইক চার্জ টেকনোলজি সমৃদ্ধ ব্যাটারি।


ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ডিভাইসটির প্রত্যাশিত মূল্য হতে পারে ১১০০ ডলার।