মেকআপ করলে ছাত্রীরা পরীক্ষায় বেশি নাম্বার পায়

সাধারন অন্যরকম খবর July 30, 2017 1,514
মেকআপ করলে ছাত্রীরা পরীক্ষায় বেশি নাম্বার পায়

পরীক্ষায় বেশি নম্বর পেতে এবার সাহায্য করবে লিপস্টিক! এমনটাই দাবী করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকরা। তারা এটিকে, 'লিপস্টিক এফেক্ট' নামে চিহ্নিত করেছেন। তারা বলেছেন, এর প্রভাবে আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্ব উন্নত হয়।


যুক্তরাষ্ট্রের একটি সাময়িক পত্রিকায় এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এমন খবর। গবেষকরা বলেছেন, মেকআপ করলে সংশ্লিষ্ট মহিলার মনের উপর ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তারা নিজেদের আরও আকর্ষণীয় মনে করেন। এর ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়ে। একইসঙ্গে তাদের পড়াশোনাও ভালো হয়। এবং পড়ায় মনোযোগী হওয়া যায়।


আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তিনটি দলে বিভক্ত করা হয়। এবং তাদেরকে গবেষকরা, সাধারণ মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। এই পরীক্ষার আগে প্রথম দল ছাত্রীদের মেকআপ করতে বলা হয়, দ্বিতীয় দল ছাত্রীদের ভালো গান শোনানো হয় এবং তৃতীয় দলকে বলা হয় মানুষের মুখ আঁকতে। যে দলের সদস্যরা গান শুনেছিলেন, তাদের পরীক্ষার ফল ভালো হয়। তবে সেরা ফল করেন মেকআপ করা ছাত্রীরা।