ফেসবুক ব্যাকআপ

ফেসবুক টিপস July 28, 2017 1,548
ফেসবুক ব্যাকআপ

কোনো কারণে আপনি ফেইসবুক থেকে কিছু দিন দূরে থাকতে চান। সেজন্য আইডি ডিঅ্যাক্টিভ করে রাখবেন। এ ছাড়া আইডি হ্যাকের শিকারও হতে পারে। এতে করে ফেসবুকে থাকা আপনার সকল তথ্য, ছবি বা ভিডিও হারিয়ে যেতে পারে। তবে চাইলে এসব তথ্য সংরক্ষণ করতে ব্যাকআপ নিতে পারবেন।


প্রথমে লগইনের পর উপরের ডান দিকে থাকা মেন্যু থেকে সেটিংস অপশনে যান। এরপর সেটিং পেইজটি চালু হলে যেখান থেকে জেনারেল অপশনে গিয়ে জেনারেল অ্যাকাউন্ট সেটিংস অপশন থেকে ডাউনলোড এ কপি অফ ইয়োর ফেসবুক ডাটা অপশনটিতে ক্লিক করলে নতুন একটি পেইজ চালু হবে সেখানে ডাউনলোড আর্কাইভ এ ক্লিক করে আপনার ফেসবুকে পাসওয়ার্ড পুনরায় দিন। আপনি যে মেইল আইডি দিয়ে ফেইসবুক অ্যাকাউন্ট চালু করেছিলেন সেই মেইল আইডিতে আপনার ফেসবুকের সম্পূর্ণ ব্যাকআপ চলে যাবে। পুরো প্রক্রিয়া শেষ করে তথ্যের ব্যাকআপ পাঠাতে বেশ খানিকটা সময় লাগবে।


এ সময়টা নির্ভর করবে আপনার তথ্য, ছবি ও ভিডিওয়ের সংখ্যা ও সাইজের উপর। ব্যাকআপ ফাইলটি মেইলে জিপ ফরম্যাটে থাকবে। ডাউনলোড করে আনজিপ করলেই ফাইলগুলো দেখতে পারবেন।