আসুসের সিঙ্গেল বোর্ড কম্পিউটার

কম্পিউটার রিভিউ July 27, 2017 1,087
আসুসের সিঙ্গেল বোর্ড কম্পিউটার

রাস্পবেরি পাইয়ের মত সিঙ্গেল বোর্ড কম্পিউটার আনলো তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। এর নাম দেয়া হয়েছে থিনকার বোর্ড মিনি। এই কম্পিউটারটি ভারতের পাওয়া যাচ্ছে। মূল্য ৪ হাজার ৭৫০ রুপি।


সিঙ্গেল বোর্ডের এক কম্পিউটারটি দিয়ে পুরো কম্পিউটারের সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এতে আছে ১.৮ গিগাহার্জের রকচিপ আরকে৩২৮৮ চিপসেট এবং ২ জিবি র‌্যাম।


আসুস জানিয়েছে তাদের এই কম্পিউটার তাদের জন্য সহায়ক যারা ইন্টারনেট অব থিংকস নিয়ে কাজ করে। বিশেষ করে এটি দিয়ে বাসা বাড়ির গ্যাজেট কিংবা রোবট নিয়ন্ত্রণ করা যাবে।


ক্রেডিট কার্ড আকৃতির এই কম্পিউটারটিতে ডাই প্রজেক্টের জন্য সহায়ক। ডিভাইসটিতে এইচডি এবং আল্ট্রা এইচডি ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। এতে মাইক্রো এসডি স্টোর রয়েছে। এটি আসুস টিনকার ওস অপারেটিং সিস্টেম চালিত। যেটি লিনাক্স অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত রূপ।


কানেকটিভিটি কম্পিউটারটিতে আছে ব্লুটুথ, ওয়াইফাই এবং এইচডিএমআই। এতে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক রয়েছে।