২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন আনল জিওনি

মোবাইল ফোন রিভিউ July 26, 2017 786
২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন আনল জিওনি

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল জিওনি এ ওয়ান প্লাস। এই ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


জিওনি এ ওয়ান প্লাস ফোনটি এই বছরের শুরুর দিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করা হয়। এবার ফোনটি ভারতের বাজারে এলো।


সেলফি ঘরনার এই ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ২৬ হাজার ৯৯৯ রুপিতে।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।


ডুয়েল সিমের এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি২৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আছে ৪ জিবি র‌্যাম। রম আছে ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ছবির জন্য ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ারে আছে ১৩ এবং ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।